পিবিআই যশোর অফিসে সভা শেষে বক্তব্য দিচ্ছেন পুলিশের অতিরিক্ত আইজি ও পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার। ছবি : সংগৃহীত

পুলিশের অতিরিক্ত আইজি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বলেছেন, ‘আদালতে যাতে বিচার প্রক্রিয়া ঝুলে না যায়, সে জন্য নিরন্তর গবেষণা হচ্ছে। মামলা সঠিকভাবে তদন্তের মাধ্যমে এমনভাবে নথি তৈরি করা হবে, যাতে বিচারকাজ দ্রুত সম্পন্ন হয়।’ গতকাল শুক্রবার দুপুরে পিবিআই যশোর অফিসে সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর সমকালের।

পিবিআইপ্রধান বলেন, ‘তথ্যপ্রযুক্তির পাশাপাশি সনাতন পদ্ধতিতে তদন্ত কাজ চালিয়ে যেতে হবে। সব ঘটনায় তথ্যপ্রযুক্তির প্রয়োজন হয় না। প্রতিটি বিভাগে ফরেনসিক ল্যাব স্থাপনের পাশাপাশি তদন্তের সর্বোচ্চ মান বজায় রাখার লক্ষ্যে কাজ করছেন পিবিআই সদস্যরা।’

তিনি বলেন, ‘বাদীর যেমন ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে, তেমনি বিবাদীরও সে অধিকার আছে। এ জন্য তদন্ত সঠিকভাবে করতে হবে। বাদী-বিবাদী উভয়ের সঙ্গেই কথা বলতে হবে। কেউ বিপদে পড়ে পিবিআইয়ের কাছে এলে তাঁকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। এ জন্য দরকার হলে আমরা নিজেরাই থানা থেকে মামলা করিয়ে নিয়ে আসি।’

পিবিআইয়ের দুর্বলতার কথা তুলে ধরে বনজ কুমার বলেন, ‘ইউনিট ইনচার্জ দুর্বল হয়ে গেলে পুরো ইউনিট নড়বড়ে হয়ে যায়। আমরা এখনো সম্পূর্ণ টিমকে একই লাইনে রাখার অবস্থানে নিতে পারিনি। প্রয়োজনে টিম সদস্যরাই ঠিক করে দেবেন, ইউনিট ইনচার্জ কোন পথে যাবেন।’

এ সময় উপস্থিত ছিলেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমীনসহ অন্য কর্মকর্তারা। এর আগে পিবিআইপ্রধান পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।