বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২১’-এর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

নিরপেক্ষ জুরিবোর্ডের বিচারে তিনি পেছনে ফেলেন বাংলাদেশকে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের টিকিট পাইয়ে দেওয়া তপু বর্মন এবং আরচারি বিশ্বকাপের মিশ্র রিকার্ভ দ্বৈতে রুপাজয়ী আরচার দিয়া সিদ্দিকীকে। খবর বাসসের।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২১-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে বছরের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফুটবলার তপু বর্মন।

২০২১ সালে মিরাজ খেলেছেন ৭ টেস্টের ১২ ইনিংস। এতে বোলিং করে নিয়েছেন ২৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নেন একবার।

টেস্টে প্রথম শতকের দেখা পেয়েছেন এবং ১২ ইনিংসে রান করেন ৩১৯। এর মধ্যে একটি অর্ধশতকের ইনিংসও আছে। এ ছাড়া ১১ ওয়ানডে ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন মিরাজ।

দেশের মাটিতে জয় করা দুই ওয়ানডে সিরিজে দারুণ সফল ছিলেন তিনি।