বিএমপি উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপপুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের।

গত মাসের অপরাধ তথ্য পর্যালোচনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক জব্দ, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও জঙ্গিবাদ সংক্রান্ত আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে নির্দেশনা দেন উপ-পুলিশ কমিশনার।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) রাসেল পিপিএম (সেবা), সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মো. হুমায়ুন কবীর এবং এয়ারপোর্ট ও কাউনিয়া থানার কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।