মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

বিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।

সভায় বিগত মাসের সঙ্গে এর আগের মাসের অপরাধচিত্রের তুলনামূলক পর্যালোচনা করা হয়। এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন বিএমপি কমিশনার।

বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ নজরুল হোসেন; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার; উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।