বিএমপির অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। বিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।

সভার শুরুতে জানুয়ারি মাসের অপরাধচিত্রের সঙ্গে আগের মাস এবং আগের বছরের সংশ্লিষ্ট মাসের অপরাধচিত্রের তুলনামূলক পর্যালোচনা করা হয়। এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন বিএমপি কমিশনার।

এ ছাড়া মামলা তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভ টিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে দিকনির্দেশনা দেন তিনি।

বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী, উপপুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (সিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) মো. আব্দুল ওয়ারেস, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডমিন/ফোর্স) এস এম কামরুজ্জামান পিপিএম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) সমির সরকার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।