পুলিশ লাইনস একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের এক কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

পুলিশ লাইনস একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইনস একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।

পুলিশ লাইনস একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের এক কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার ও শেরপুর প্লেস-এর সভাপতি কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি ছিলেন শেরপুর পুলিশ ও নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও প্লেস-এর উপদেষ্টা সানজিদা হক মৌ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ। ছবি: বাংলাদেশ পুলিশ।

অনুষ্ঠানে পুলিশ লাইনস একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে অভিনন্দন জানান প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

পরে শেরপুর প্লেস-এর প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে প্লেস-এর শিক্ষার্থীরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

এরপর প্লেস-এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।