প্রশিক্ষণ কর্মশালায় বিএমপির ভারপ্রাপ্ত কমিশনারসহ সংশ্লিষ্টরা। ছবি: বিএমপি

‘ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল’ নামে প্রশিক্ষণ কর্মশালা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপির এয়ারপোর্ট থানা কম্পাউন্ডে বৃহস্পতিবার এ কর্মশালা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও বিএমপির ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম।

বিএমপির উদ্যোগে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশাল সদর শাখার সিনিয়র স্টেশন অফিসারের নেতৃত্বে এয়ারপোর্ট থানায় ওপেন হাউস ডে উপলক্ষে আগত সাধারণ জনগণের উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালা হয়।

এতে গ্যাস সিলিন্ডার ও নানান মাধ্যম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নির্বাপণের বিভিন্ন কৌশল ও অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে হাতে-কলমে শেখানো হয়।