গ্রেপ্তারকৃত ১০ জন দালাল

ঢাকা মহানগর ডিবি পুলিশের লালবাগ ডিভিশনের এসি মধুসূদন দাসের নেতৃত্বে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম বিশেষ অভিযান পরিচালনা করে দারুস সালাম থানা এলাকা থেকে ১০ জন দালালকে গ্রেপ্তার করেছে। তাঁরা দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসে প্রতারণামূলক কাজ করে আসছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন লিটন (৪০), সুজন (২৯), হাসান (৪১), আলী (৫১), খালেক (৩১), রনি (২৩), রানা (২৩), সোহাগ (২৩), নুরনবী (৩৮) ও হুমায়ুন (৩৮)। এদেরকে দারুস সালাম থানা এলাকা, দিয়াবাড়ী বিআরটিএ অফিসের আশপাশ এলাকা ও দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে ভুয়া পুলিশ ভেরিফিকেশন, ডোপ টেস্টের ভুয়া কাগজ তৈরি করে পরীক্ষা ছাড়া নির্দিষ্ট টাকার বিনিময়ে গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আসছিলেন।

পুলিশ তাঁদের কাছ থেকে ১৫৯টি বিআরটিএ লাইসেন্স ফাইল, ১৫০টি লার্নার কার্ড, পুলিশ ভেরিফিকেশন কাগজ-সিল, ডোপ টেস্টের কাগজ-সনদ, কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার জব্দ করেছে।

এ ঘটনায় দারুস সালাম থানায় গতকাল মঙ্গলবার মামলা করা হয়েছে।