পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ (১৫ এপ্রিল) সকাল থেকেই রাজধানীতে টিকিট বিক্রি শুরু হয়। খবর সমকালের।

২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টিকিট বিক্রি চলছে। তবে প্রথম দিনে কাউন্টারগুলোতে যাত্রীদের খুব বেশি ভিড় দেখা যায়নি।

কাউন্টারে টিকট বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘ঢাকার সব টার্মিনাল ও কাউন্টারগুলো থেকেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি।’