ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি। ছবি: সংগৃহীত

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। রোববার (৭ নভেম্বর) রাজধানী বাগদাদে তাঁর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তবে প্রধানমন্ত্রী অক্ষত অবস্থায় আছেন।

সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোররাতে রাজধানী বাগদাদের গ্রিন জোনে কাদিমির বাসভবনকে বিস্ফোরক ভর্তি একটি ড্রোনের লক্ষ্যস্থল করা হয়েছিল। এ হামলায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া বাগদাদের গ্রিন জোন এলাকায় কীভাবে এই হামলা চালানো হলো, কারা এই হামলা চালাল এবং এই ঘটনায় নিরাপত্তাব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল; তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।