বাগেরহাটের মোরেলগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা এক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ওই আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মো. নূরে আলম এ রায় দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সাজাপ্রাপ্ত আসামির নাম মো. জাকির হোসেন (৩২)। তিনি মোরেলগঞ্জ পৌরসভার কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের মোবারক শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় ছিলেন।

২০২০ সালের ২৬ মে কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ১৯ বছর বয়সী বাকপ্রতিবন্ধী তরুণী প্রতিবেশীর ঘরে পেঁয়াজ আনতে যান। সেখান থেকে ফেরার পথে ওত পেতে থাকা বাবু তাকে মুখ চেপে ধরে ঘরে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে তরুণী চিৎকার করতে সক্ষম হন। বাবু পালিয়ে যান। ঘটনার দুই দিন পর তরুণীর ভাই মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক ঠাকুর দাস মণ্ডল ওই দিনই বাবুকে গ্রেপ্তার করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পরিদর্শক ঠাকুর দাস।