বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডিউবল ও ডজবলে চ্যাম্পিয়ন ডিএমপি দল ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডিউবল ও ডজবল-২০২৩-এ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নারী ও পুরুষ উভয় দলই চ্যাম্পিয়ন হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডিউবল ও ডজবল-২০২৩-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়।

প্রতিযোগিতায় থ্রোবলে ডিএমপি পুরুষ দল এপিবিএনকে ৩-০ সেটে এবং নারী দল এপিবিএনকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ডিউবলে ডিএমপি পুরুষ দল ৯-৫ গোলে এপিবিএনকে এবং নারী দল ৪-৩ গোলে এপিবিএনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডিউবল ও ডজবলে চ্যাম্পিয়ন ডিএমপি দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। ছবি: বাংলাদেশ পুলিশ

অন্যদিকে ডজবলে ডিএমপি পুরুষ দল সিলেট রেঞ্জকে ২-০ সেটে এবং নারী দল সিলেট রেঞ্জকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডিউবল ডজবল ক্লাবের সহসভাপতি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ওই সময় ক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।