বাংলাদেশে এই প্রথম ধানমন্ডিতে রোড সেফটি কমিউনিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ জুন) ধানমন্ডি সোসাইটি ও ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের মধ্যে অনুষ্ঠিত ট্রাফিক ব্যবস্থাপনাবিষয়ক মতবিনিময় সভায় রোড সেফটি কমিউনিটি গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। খবর ডিএমপি নিউজের।

আগামী এক মাসের মধ্যে এ কমিউনিটি নতুন কমিটি গঠন করে কার্যক্রম শুরু করবে মর্মে সভায় উপস্থিত সবাই অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস. এম মেহেদী হাসান বিপিএম (বার), পিপিএম (বার) ও বিশেষ অতিথি হিসেবে ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন এবং ধানমন্ডি সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।