বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং-কেউন গতকাল নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আন্তরাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে কথা বলেন। ছবি: সংগৃহীত

তৈরি পোশাক (আরএমজি) খাত ছাড়াও সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া।

নারায়ণগঞ্জের পানাম নগরী ও বড় সরদারবাড়ী পরিদর্শন শেষে সোমবার সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং-কেউন। খবর বাসসের।

রাষ্ট্রদূত বলেন, ‘আরএমজি এখনো আমাদের ব্যবসায়িক সম্পর্কের একটি বড় অংশ দখল করে আছে। এ ছাড়াও অনেক কোরীয় কোম্পানি বাংলাদেশের অবকাঠামো খাতে আগ্রহ দেখাচ্ছে।’

তাঁর ভাষ্য, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আরএমজি খাতের বাইরে অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, আইসিটিসহ কিছু সম্ভাব্য খাত চিহ্নিত করেছে দক্ষিণ কোরিয়া।

ওই সময় তরুণদের উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উৎস বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মের ওপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে লি বলেন, ‘তরুণ প্রজন্মের ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই আমি চেষ্টা করব তাদের ওপর মনোযোগ দিতে।’