রানি দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠ সন্তান প্রিন্স অব ওয়েলস চার্লস। ছবি: সংগৃহীত

জাতিসংঘের আসন্ন জলবায়ু সম্মেলনে কথাকে কাজে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লস।

বিবিসিকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স অব ওয়েলস এই আহ্বান জানান। খবর বাসসের।

আজীবন পরিবেশবাদী চার্লস জৈব পদ্ধতিতে উদ্যান পরিচর্যা করেন। তিনি নিজের একটি গাড়ি চালাতে হোয়াইট ওয়াইন ও পনিরের মিশ্রণ ব্যবহার করেন।

গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে ৭২ বছর বয়সী চার্লস তাঁর ৯৫ বছরের মাকে নিয়ে হাজির হবেন বলে আশা করা হচ্ছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে চার্লস বলেন, তিনি উদ্বিগ্ন যে, বিশ্বনেতারা শুধু কথাই বলবেন। তিনি বলেন, বাস্তবে পদক্ষেপ নেওয়াই সমস্যা।

প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার যুক্তরাজ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথেষ্ট কাজ করছে কি না, জানতে চাওয়া হয় চার্লসের কাছে। এর কোনো জবাব দেননি তিনি।
তবে প্রিন্স অব ওয়েলস ঘরবাড়ি আরও পরিবেশবান্ধব করে তুলতে কয়েক সপ্তাহ ধরে ব্রিটেনের সড়ক অবরোধ করা আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।