আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বুধবার (১৪ সেপ্টেম্বর) দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবর কালের কণ্ঠের।

বেলা আড়াইটায় দল ঘোষণা করবেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। দল ঘোষণার পর সংবাদ সম্মেলন করবেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম।

মঙ্গলবার রাতে বিসিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বেশ কিছুদিন ধরেই জোর আলোচনা চলছে, লিটন দাসের ওপেনিং পার্টনার হিসেবে সৌম্য সরকারকে দলে ফেরানো হতে পারে। এশিয়া কাপে ভালো না করলেও সুযোগ পেতে যাচ্ছেন সাব্বির রহমান। এ ছাড়া পাঁচ নম্বর পজিশন নিয়ে মাহমুদউল্লাহ আর ইয়াসির আলী রাব্বির মাঝে প্রতিযোগিতা চলছে।

আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব। তবে বাংলাদেশ এবার সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে। ২৪ অক্টোবর টাইগারদের বিশ্বকাপ শুরু হবে গ্রুপ পর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে।