ফাইজারের করোনাভাইরাস প্রতিরোধী টিকা। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকার আরও ১৮ লাখ ডোজ বাংলাদেশকে দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

এ নিয়ে বাংলাদেশকে ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র।

নতুন করে দেওয়া ডোজগুলো বাংলাদেশকে ১২ বছর বা তদূর্ধ্ব বয়সীদের টিকাদান অব্যাহত রাখতে সহায়ক হবে। একই সঙ্গে টিকা গ্রহণে সক্ষম জনসংখ্যার ৪০ শতাংশকে ২০২১ সালের শেষ নাগাদ টিকাদানের লক্ষ্যে সরকারের প্রচেষ্টাকে বেগবান করবে।

কোভিড মোকাবিলায় নেতৃত্ব দিতে ২০২২ নাগাদ বিশ্বব্যাপী বিনা মূল্যে ১০০ কোটি ডোজ টিকা প্রদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের এ টিকা দেওয়া হচ্ছে।