পুলিশের হেফাজতে গ্রেপ্তার ডাকাত মনির। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুমিল্লা জেলার বরুড়া থানার পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ২১ মামলার আসামি মনির হোসেন ওরফে ডাকাত মনিরকে গ্রেপ্তার করেছে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ৩০ মার্চ রাত ১১টার দিকে বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া ৬ নং চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া ব্রিজের দক্ষিণ পাশে মুড়িয়ারীগামী সড়কের মাথা থেকে ডাকাত মনিরকে (৩৮) একটি দেশীয় লোহার তৈরি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে।

ডাকাত মনির দীর্ঘদিন ধরে বরুড়া থানার ঝলম ও চিতড্ডা ইউনিয়নসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, ডাকাতি, দস্যুতা, ছিনতাইসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

তিনি বরুড়া থানার ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ, দস্যুতা, মাদক ও অন্যান্য মামলাসহ ২১টি মামলার এজাহারনামীয় আসামি। তার নামে বরুড়া থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা মুলতুবি আছে।

তার বিরুদ্ধে বরুড়া থানায় আরেকটি মামলা হয়েছে।