মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ কোর্সের মহড়ায় অভিবাদন গ্রহণ করছেন ১০ এপিবিএনের সহঅধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ কোর্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ১৫ দিনব্যাপী এই কোর্সের মহড়ায় প্রধান অতিথি ছিলেন ১০ এপিবিএনের সহঅধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)।

মহড়া পরিদর্শন করছেন ১০ এপিবিএনের সহঅধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

মহড়া শুরুতেই প্রধান অতিথিকে স্যালুট দেন কমান্ডার সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী। পরে ১০ এপিবিএনের সহঅধিনায়ক মহড়া পরিদর্শন করেন।

এ সময় মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা) বলেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে উৎকর্ষতা সাধন। তিনি প্রশিক্ষণার্থীদের আগ্রহ ও উচ্চ মনোবল নিয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

বক্তব্য দিচ্ছেন ১০ এপিবিএনের সহঅধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান, এএসপি (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) সাবিহা মেহেবুবাসহ ১০ এপিবিএনের পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।