শিশু ইমনকে উদ্ধার করে তার বাবার কাছে ফিরিয়ে দেয় ট্যুরিস্ট পুলিশ। ছবি : সংগৃহীত

বাগেরহাট থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে (১৩) উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পটুয়াখালীর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

শনিবার (২০ মে) শিশুটিকে তার বাবা ইকবাল হোসেন পিন্টুর কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির নাম মো. ইকবাল হোসেন ইমন। সে বাগেরহাটের বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৫টার দিকে মহিপুর থানাধীন তুলাতলী বাসস্ট্যান্ডে একটি শিশু কান্নাকাটি করছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের টহল টিম। একপর্যায়ে নিজের নাম, বাবার নাম ও স্কুলের নাম জানায় শিশুটি।

খোঁজ নিয়ে ট্যুরিস্ট পুলিশ জানতে পারে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নে বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক স্কুল নামে একটি স্কুল আছে। পরে লখপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করে শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে এলে শিশুটিকে ইকবাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির বাবা ইকবাল হোসেন জানান, তাঁর ছেলে গত শুক্রবার (১৯ মে) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।

ছেলেকে ফিরে পেয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।