পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি: পুলিশ নিউজ

বরিশাল সদর নৌ থানা-পুলিশ আড়িয়াল খাঁ, কীর্তনখোলা ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৫১ হাজার মিটার অবৈধ কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ করেছে। এ ছাড়া বিভিন্ন গণপরিবহনে তল্লাশি চালিয়ে ৮০০ কেজি জাটকাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দপদপিয়া ব্রিজ এলাকায় বিভিন্ন গণপরিবহন থেকে এসব জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

জব্দকৃত জালের আনুমানিক দাম ১৫ লাখ ৫০ হাজার টাকা এবং জাটকার দাম ২ লাখ ৪০ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জাটকা বিতরণ করা হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন।