ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমপি কমিশনার সাইফুল ইসলাম বিপিএম-বার। ছবি: বিএমপি

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ স্লোগানকে সামনে রেখে বরিশালে উদ্বোধন হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।

ফায়ার সার্ভিস বরিশালের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ সপ্তাহের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম বিপিএম-বার।

ওই সময় বক্তব্যের শুরুতেই পুলিশ কমিশনার বিএমপির পক্ষ থেকে আমন্ত্রিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ দেশের জন্য যাঁরা নিজের জীবন উৎসর্গ করেছেন, সেসব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ফায়ার সার্ভিসের অবদানের কথা তুলে ধরে গত ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সবার রুহের মাগফিরাত কামনা করেন বিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অতি গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান। পুলিশ ও ফায়ার সার্ভিস একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’