মেঘনায় বরিশাল নৌ থানা-পুলিশের অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ

বরিশালে সদর নৌ থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩ লাখ মিটারের বেশি কারেন্ট জাল ও একটি ট্রলার জব্দ করেছে। বরিশালে মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযানটি পরিচালিত হয়েছে।

বরিশাল সদর নৌ থানা-পুলিশ জানায়, নৌ পুলিশ মেঘনা নদী ও এর বিভিন্ন শাখার অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করে ৩ লাখ ১ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসব জালের আনুমানিক মূল্য ৯০ লাখ ৪৫ হাজার টাকা। অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় একটি ট্রলারও জব্দ করা হয়। এ সময় একজনকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে। পরে ট্রলারটি মুচলেকা নিয়ে মালিকের জিম্মায় হস্তান্তর করা হয়। অভিযানে ১০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো অসহায়দের মাঝে বিতরণ করা হয়।