বন্যার্তদের সাহায্য করার নামে প্রতারণা করার অভিযোগে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, ডিএমপির হাতে গ্রেপ্তার হওয়া পাঁচজন। ছবি: বাংলাদেশ পুলিশ

বেশ কিছুদিন ধরে একদল প্রতারক জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দর নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বন্যার্তদের সাহায্য করার নামে দেশবাসীদের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে ওই সংগঠনের মো. নাজমুল হুদা রাজু পল্লবী থানায় গত ১৬ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২২, ২৩, ২৪, ৩৫ ধারায় মামলা করলে মামলাটি সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, ডিএমপি তদন্ত করে।

এসি ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম এ ঘটনায় জড়িদের শনাক্ত করে এবং এদের ৫ জনকে রোববার সন্ধ্যায় নোয়াখালী থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সতর্ক থাকার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। যে যে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে সেগুলো হলো:
১. নিজ নামের সিম কার্ড অন্য কাউকে দেওয়া বা বিক্রি না করা
২. নিজ এনআইডিতে কতগুলো সিম আছে, তা চেক করে অজ্ঞাত/অব্যবহৃত সিম বন্ধ করা
৩. প্রিরেজিস্টার্ড সিম বিক্রি না করা
৪. মোবাইল ফাইন্যান্স সার্ভিসের ক্যাশ আউটের সময় গ্রহীতার পরিচয় নিশ্চিতকরণ
৫. দানের পূর্বে গ্রহীতা সম্পর্কে নিশ্চিত হওয়া, আপনার কষ্টার্জিত অর্থ অপাত্রে বিনিয়োগ থেকে বিরত থাকা
৬. অপরাধী ও সহায়তাকারী সকলেই সমান দায় বহন করবে। সুতরাং সকল সার্ভিস প্রোভাইডার, ডিস্ট্রিবিউটর, এসআর, রিটেইলার, এজেন্ট, গ্রাহক সবারই সতর্কতা অবলম্বন করা।