পুলিশের হেফাজতে ইজিবাইকসহ আটক দুই চোর। ছবি: বাংলাদেশ পুলিশ

নাটোরের বড়াইগ্রামে রশিদ ডিলারের মোড়ে ইজিবাইক (মিশুক অটো) চুরির সময় হাতেনাতে এক চোরকে আটক করেছে বড়াইগ্রাম থানাধীন বনপাড়া তদন্ত কেন্দ্রের একটি টিম। তারা চোরের হেফাজত থেকে ইজিবাইকটি উদ্ধার করেছে।

জানা যায়, ১৬ মার্চ দুপুর ১২টার সময় বড়াইগ্রাম থানাধীন বনপাড়া তদন্ত কেন্দ্রের দিবাকালীন টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বড়াইগ্রাম থানাধীন বনপাড়া রশিদ ডিলারের মোড়ে জনৈক সবুজ রানার ইজিবাইক অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করছে। খবর পাওয়ামাত্র বিষয়টি জেলার পুলিশ সুপারকে জানানো হলে তাঁর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল এবং অফিসার ইনচার্জ বড়াইগ্রাম থানার নেতৃত্বে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মো. কামরুজ্জামান মন্ডল (৫০) ও মো. কামরুলকে (৫০) আটক করে।

আটক ব্যক্তিদের হেফাজত হতে চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।