জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন আগামী ডিসেম্বরে গঠন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মাননীয় মন্ত্রী আনিসুল হক। খবর নিউজ বাংলার।

জাতীয় সংসদ অধিবেশনে ১৪৭ বিধির আওতায় আনীত প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে ৩১ আগস্ট (বুধবার) মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ১৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যেই ‘কমিশন অব ইনকোয়েরি অ্যাক্টের’ অধীনে এ তদন্ত কমিশন গঠন করা হবে।

আওয়ামী লীগের মাননীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ প্রস্তাবটি উত্থাপন করেন।

আইনমন্ত্রী আনিসুল হক আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতা থেকে এই কমিশন গঠন করা হবে। সেই কমিশন বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে একটি তদন্ত রিপোর্ট দেবে।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরকেও হত্যা করেছিল। হত্যাকারীরা সন্দেহ করেছিল, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা যদি বেঁচে থাকে তাহলে তার আদর্শেই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের সন্দেহ সঠিক ছিল। আমরা দেখেছি, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’