ঐতিহাসিক ‘সূর্যদী গণহত্যা’ নিয়ে ‘সূর্যদীর গল্প’ নামক নাটকের পোস্টার ও এ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে শেরপুরের এসপি মো. কামরুজ্জামান বিপিএম। কোলাজ: পুলিশ নিউজ

শেরপুর জেলা পুলিশ রচিত শেরপুরের ঐতিহাসিক ‘সূর্যদী গণহত্যা’ নিয়ে নাটক ‘সূর্যদীর গল্প’ সূর্যদী স্কুল মাঠে মঞ্চায়িত হতে যাচ্ছে শনিবার সন্ধ্যা ৭টায়।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। আমরা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের স্মৃতিকে লালন করি। তাই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ইতিহাস জানাতে ‘সূর্যদী গণহত্যা’ নিয়ে নাটক ‘সূর্যদীর গল্প’ আমরা মঞ্চায়িত করব। জাতিকে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা, সঠিক ইতিহাস জানাতে আমরা দায়বদ্ধ।”

তিনি বলেন, ‘আমি সূর্যদীর লোমহর্ষক গণহত্যার ঘটনাটি শুনেছি। আমি ২৪ নভেম্বরকে শুধু সূর্যদী যুদ্ধ বা গণহত্যা দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এই ঘটনাকে আমি ডকুমেন্টেশনের মাধ্যমে রাখতে চাই, আমি একটি নাটক বা সিনেমা বানিয়ে বাংলাদেশের আনাচে-কানাচে পৌঁছে দিতে চাই। সেদিন আফছারের মতো বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে প্রায় ৩৯ জন যারা জীবিত আছে, আপনারা ছিলেন সেইকালের সাক্ষী। আমরা এই ইতিহাসগুলোকে লালন ও সংরক্ষণ করতে চাই। আমরা বঙ্গবন্ধুর চেতনাকে ধরে রাখতে চাই। আমরা বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী হলে দেশপ্রেমিক একটি জাতি বা সন্তান পাব। বঙ্গবন্ধু ছিলেন একজন দেশপ্রেমিক। সেই জন্যই আমরা একজন নেতাকে পেয়েছি যার কথা আমরা বারবার বলি; বলতে হবে।’

এসপি আরও বলেন, ‘আমরা অনেকে ১৯৭১ সালের (২৪ নভেম্বর) সূর্যদী গণহত্যার কথা ভুলে গেছি। আমরা আশা করছি এর মাধ্যমে সূর্যদীর গণহত্যার কাহিনিসহ বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস তরুণ প্রজন্ম জানতে পারবে।’

মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনসে প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিলেন পুলিশ সদস্যরা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন রাজারবাগ পুলিশ লাইনসে আক্রমণ করে, তখন সেখানে থাকা পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীকে লক্ষ্য করে থ্রি নট থ্রি রাইফেল থেকে ছোড়া গুলি দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন।