জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করছে নেপালি প্রতিনিধিদল। ছবি : বাসস

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নেপালের উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলের ৮ সদস্য। খবর বাসসের।

সংসদীয় প্রতিনিধিদলের নেতা পবিত্র নিরুলা খারেলের নেতৃত্বে গতকাল শুক্রবার (৫ আগস্ট) বিকেলে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল টুঙ্গিপাড়া পৌঁছান।

এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। পরে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন তাঁরা।

এ সময় নেপালের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য চাঁদ তারা কুমারী, দীপক প্রকাশ ভাট, দেব প্রসাদ তিমলসেনা, লীলা দেবী সিতৌলা, নারদ মুনি রানা, সরলা কুমারী যাদব, আন্ডার সেক্রেটারি গোপাল সিকদেল উপস্থিত ছিলেন।

পরে তাঁরা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের উন্মুক্ত থিয়েটার এলাকায় একটি বকুলগাছের চারা রোপণ করেন।

এর আগে প্রতিনিধিদলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধুর আদি পৈতৃকবাড়ি, শৈশবের খেলার মাঠ, পুকুর, হিজলতলা চত্বর, বকুলতলা চত্বর, বটতলা, পাবলিক প্লাজা, লাইব্রেরি, জাদুঘর, খোলা মঞ্চসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।