বগুড়ায় হেরোইনসহ গ্রেপ্তার হওয়া একজন। ছবি: বগুড়া জেলা পুলিশ

বগুড়ায় ৫০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর থানাধীন ঝোপগাড়ী দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএমের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএমের তত্ত্বাবধানে ডিবির বগুড়ার ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে ডিবির একটি দল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানাধীন ঝোপগাড়ী দক্ষিণপাড়া এলাকার নাহার সিএনজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে সোহেল ট্রান্সপোর্টের সামনে ফাঁকা জায়গা থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ মো. সোলায়মানকে (৩৩), গ্রেপ্তার করে।

সোলায়মান সদর থানাধীন মাটিডালী কালিবালা গ্রামের মো. কলিম উদ্দিন খন্দকারের ছেলে।
তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।