বগুড়ায় উদ্ধার অস্ত্র তৈরির সরঞ্জাম।

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কলমাশিবা গ্রাম থেকে বন্দুক তৈরির নানা যন্ত্রাংশসহ নিলু চন্দ্র প্রামাণিক (৪৫) ও তাঁর ছেলে সুজিত চন্দ্র প্রামাণিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁদের কাছ থেকে একনলা বন্দুক তৈরির ৫টি ব্যারেল ও স্টিলের তৈরি ৫টি খাপ, ৭ ইঞ্চি দীর্ঘ ৭টি নল, ৬টি ফায়ারিং পিন, স্টিলের তৈরি বন্দুকের ৬টি ট্রিগারসহ অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে বগুড়ায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম

তিনি জানান, ১৪ এপ্রিল কলমাশিবা গ্রামে একরাম হোসেন বগা (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে নিলু চন্দ্র এবং তাঁর ছেলে সুজিত চন্দ্রের হেফাজত থেকে বন্দুক তৈরির সরঞ্জামগুলো বেরিয়ে আসে। উদ্ধার করা সরঞ্জামগুলো দিয়ে অন্তত পাঁচটি বন্দুক তৈরি করা সম্ভব।

একরামের গুলিবিদ্ধ হওয়ার পেছনে বাবা-ছেলের কোনো সংযোগ রয়েছে কি না, তা জানতে পুলিশ তাঁদের রিমান্ডের জন্য আদালতে আবেদন জানাবে।

নিলু চন্দ্র প্রামাণিকের বসতবাড়ির দক্ষিণ পাশে টয়লেটের পাশে মাটির নিচ থেকে বন্দুক তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জামগুলো পলিথিনে মুড়িয়ে বাজারের ব্যাগের মধ্যে রাখা ছিল। এই ঘটনায় বাবা-ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।