১ এপিবিএনের অভিযানে উদ্ধার ছাত্র নাবিল (বাঁ থেকে চতুর্থ)। ছবি: বাংলাদেশ পুলিশ

বগুড়ার বিয়াম স্কুলের অষ্টম শ্রেণির অপহৃত এক ছাত্রকে ঢাকা থেকে উদ্ধার করেছে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

জানা গেছে, ১ মে কোচিং শেষ করে বাসায় ফেরার পথে মোহাম্মদ সাবিত আহনাফ নাবিল (১৪) নামের ওই ছাত্র নিখোঁজ হয়।

এ ঘটনায় নাবিলের বাবা মোহাম্মদ নাজমুল হোসেন বগুড়া সদর থানায় একটি জিডি করেন।

জিডির সূত্র ধরে ১ এপিপিএন উত্তরা, ঢাকার অপারেশন টিম অভিযান চালিয়ে নাবিলকে উত্তরার কসাইবাড়ি এলাকা থেকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

ভিকটিমকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, ১ মে কোচিং শেষ করে বাসায় ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোর করে প্রাইভেট কারে উঠিয়ে নেয়। প্রাইভেট কারে চালক ছাড়াও দুজন অজ্ঞাত ব্যক্তি ছিল।

ভিকটিমের তথ্যমতে, অজ্ঞাত ব্যক্তিরা গাড়িতে ওঠানোর পরেই তার মাথার পেছনে সজোরে আঘাত করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। উদ্ধার ছাত্রকে উত্তরা পূর্ব থানার মাধ্যমে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।