পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই মাদক কারবারি ও উদ্ধার করা ফেনসিডিলের বোতল। ছবি: বাংলাদেশ পুলিশ

বগুড়া সদর থানার পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কারসহ ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানার পুলিশ।

জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সার্বিক দিকনির্দেশনায় ও বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহর সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ৭ এপ্রিল রাত পৌনে ১১টার সময় বগুড়া সদর থানাধীন নামাজগড় চাচা পাগলার মাজারসংলগ্ন ৪ নং গলির ভেতর জনৈক মো. মারুফের চারতলা আল আকছা ট্রেডার্স বিল্ডিংয়ের নিচে অভিযান পরিচালনা করে মো. সুমন সরকার (৩৭) ও মো. রওশন আলীকে (৪২) গ্রেপ্তার করে।

আসামিদের জিজ্ঞাসাবাদে ও আসামি মো. সুমন সরকারের দেখানো মতে ঘটনাস্থলে আসামিদের হেফাজতে থাকা একটি নীল রঙের প্রাইভেট কার থেকে ২টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৭০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।