পুলিশের হেফাজতে গ্রেপ্তার অটোভ্যান ছিনতাইকারী ও উদ্ধার করা অটোভ্যান। ছবি: বাংলাদেশ পুলিশ।

জামালপুরের বকশীগঞ্জ থানার পুলিশ চালকের গলা কেটে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে ছিনতাই হওয়া অটোভ্যানটি।

জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম ৩১ মে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আসামি সজিব ওরফে ছুল্লাকে (২০) শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে অটোভ্যানটি বিক্রির সময় সজিব ওরফে ছুল্লাকে গ্রেপ্তার করে এবং তাঁর হেফাজত থেকে অটোভ্যানটি উদ্ধার করে জব্দ করে।

এর আগে মঙ্গলবার ৩০ মে বিকেল ৪টার দিকে পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের ভূতবাড়ি নামক স্থানে চালক আরিফ মিয়ার গলা কেটে তাঁর অটোভ্যানটি ছিনতাই করে সজিব। আরিফ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।