রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে মুমূর্ষু অবস্থায় মা ও দুই মেয়েকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন শাফফানা আফিফা ও তাঁর দুই মেয়ে আয়েশা উমামা ও ফাতেমা শামামা। খবর ডিএমপি নিউজের।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আফিফা ও তাঁর দুই মেয়ে আয়েশা ও ফাতেমাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টায় উত্তরার ৪নং সেক্টরের ১৩ নং রোডের ২৮ নং বাড়ির সিকিউরিটি গার্ডের মাধ্যমে জানতে পারেন, কয়েক দিন ধরে ২য় তলার একটি ফ্ল্যাটে মা ও তাঁর দুই যমজ মেয়ে অবরুদ্ধ রয়েছে। ফ্ল্যাট থেকে দুই মেয়ের কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। এই তথ্য পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। ফ্ল্যাটে প্রবেশের দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে ফেলা হয়। মা ও যমজ দুই মেয়ে কয়েক দিন অনাহারে থাকায় মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। এরপর তাদেরকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে আত্মীয়স্বজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, আফিফা পৈতৃক সূত্রে ওই ফ্ল্যাটটির মালিক এবং দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটিতে বসবাস করছেন। ১০ বছর আগে আফিফার বিবাহ হয়। এক বছরের মাথায় তাঁর ডিভোর্স হয়। তিন বছর আগে তাঁর বাবা মারা যাওয়ার পর থেকেই তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন। পারিবারিক কারণে অভিমান করে আফিফা তাঁর দুই সন্তান আয়েশা ও ফাতেমাকে ফ্ল্যাটে কয়েক দিন ধরে বন্দি করে রাখেন। এ সময় রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করেননি তাঁরা।

উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় আফিফা তাঁর দুই সন্তান আয়েশা ও ফাতেমাকে পরিধেয় কাপড়সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেন।