করোনাভাইরাস I প্রতীকী ছবি

ফ্রান্সে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ লাখ ছাড়িয়েছে। টানা তিন দিন ধরে দেশটিতে সংক্রমণ বাড়ছে। গত শনিবার দেশটিতে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটিতে দ্রুত অমিক্রনের বিস্তার ঘটছে। অমিক্রন ঠেকাতে স্বাস্থ্য কর্মকর্তারা দেশটিতে প্রাপ্তবয়স্কদের টিকার বুস্টার ডোজের তাগিদ দিয়েছেন। তাঁরা বলছেন, প্রাপ্তবয়স্কদের প্রাথমিক টিকাদান কার্য্ক্রম সম্পন্ন হওয়ার তিন মাস পর বুস্টার ডোজ দিতে হবে। এদিকে ফ্রান্সের বেশ কিছু এলাকায় এরই মধ্যে বিধিনিষেধ জোরদার করা হয়েছে।

ফ্রান্সে করোনাভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে।