ফ্রান্সের পূর্বাঞ্চলে ছুটি কাটানোর একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বুধবার (৯ আগস্ট) জানায়, হতাহতরা সবাই প্রতিবন্ধী। এখনো দুজন নিখোঁজ রয়েছেন। খবর এএফপির।

জানা যায়, বাড়িটি স্টার্সবার্গের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে উইন্টজেনহেম শহরে। মোট ২৮ জন ছুটি কাটাতে ন্যানসি শহর থেকে এখানে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৬টায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

ফ্রান্সের পূর্বাঞ্চলের হাউত-রিন প্রিফেকচারের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফ মারোত বলেন, বাড়িটি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার ব্রিগেডের উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী ফিলিপ্পি হাওউইলার বলেন, এখনো নিখোঁজ দুজনের সন্ধান চলছে।