ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে আরও ৫ লাখ মানুষের প্রাণহানি হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগে। খবর বাংলা ট্রিবিউনের।

তিনি বলেছেন, ইউরোপীয় অঞ্চলের ৫৩ দেশে এখনো কোভিডের সংক্রমণ অব্যাহত রয়েছে। ফলে মৃত্যুর সংখ্যাও বাড়বে।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউরোপে প্রাণঘাতী করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডব্লিউএইচওর এই পরিচালক।

ডব্লিউএইচও তাদের এই তালিকায় ইউরোপের ৫৩টি দেশের পাশাপাশি মধ্য এশিয়ার কয়েকটি দেশকেও রেখেছে।

মহামারির অবসানে সারা বিশ্বে টিকাদান কার্যক্রম জোরেশোরেই চলছে। তবে দরিদ্র দেশগুলো এ ক্ষেত্রে কিছুটা পিছিয়ে। কোভিড টিকার সুষমে বন্টনে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে ডব্লিউএইচও।