ফেনীর ছাগলনাইয়ায় ৯০০ কেজি ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক আটক করেছে বিজিবি।

গতকাল শনিবার ছাগলনাইয়া পৌরসভার পুরাতন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌধুরী রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল চিনিবোঝাই ট্রাকটি আটক করে। খবর ঢাকা মেইলের।

ফেনীর-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক দক্ষিণ সতর গ্রামের চৌধুরী রাস্তা দিয়ে ফেনীর দিকে যাওয়ার উদ্দেশে ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়কে ওঠার সময় ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি টহল দলের হাতে আটক হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকটির চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, বিজিবির একটি বিশেষ টহল দল ট্রাকটি আটক করে। এরপর ট্রাকের ভেতর ১৮০টি বস্তায় থাকা ৯০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চিনিগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।