বেনাপোল পোর্ট-থানার হেফাজতে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা-পুলিশ ২০০ বোতল ফেনসিডিল, ভারতীয় অবৈধ প্রসাধনীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (৮ মে) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৩ ব্যক্তি হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার খাবরাপোতা এলাকার বশির মণ্ডলের ছেলে ইউসুফ মণ্ডল (৩৬) ও শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া এলাকার সেলিম মোড়লের ছেলে জুয়েল রানা (২০) এবং ঝিকরগাছা উপজেলার বড়আঁচড়া এলাকার মৃত নূর আলী মণ্ডলের ছেলে আ. নবীছদ্দিন (৫২)।

বেনাপোল পোর্ট-থানার হেফাজতে ভারতীয় অবৈধ প্রসাধনীসহ গ্রেপ্তার ১। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিপিএম (বার) পিপিএম-এর নির্দেশে সোমবার রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানা-পুলিশের অভিযানে স্থলবন্দরের ২২ নম্বর গেট-সংলগ্ন খাজা বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ইউসুফ ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন রেজাউল মার্কেটের সামনে থেকে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ি, লোহার তৈরি নজেলসহ নবীছদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।