করোনাভাইরাস I প্রতীকী ছবি

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে হুঁশিয়ারি দিয়েছেন, করোনাভাইরাসের টিকা না নেওয়া ব্যক্তিরা ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করা হবে। তিনি দেশবাসীকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান। খবর রয়টার্সের।

ফিলিপাইনে ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে এদিন টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট দুতার্তে ওই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, টিকা না নেওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি তারা যেন ঘর থেকে বের না হতে পারে, সেটি নিশ্চিত করতেও বলা হয়েছে।

দুতার্তে আরও বলেন, কোনো ব্যক্তি আদেশ অমান্য করে ঘরের বাইরে বের হলে তাকে নিষেধ করা হবে। না শুনলে তাকে গ্রেপ্তার করা হবে।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটিতে ৬ জানুয়ারি সর্বোচ্চ ১৭ হাজার ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত ২৬ সেপ্টেম্বরের পর এক দিনে সর্বোচ্চ।