ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

ঢাকায় এসে পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। এর ফলে বাংলাদেশের ফুটবল অনুরাগীরা সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারটিকে সরাসরি দেখার সুযোগ পাবেন। খবর বাসসের।

একটি চার্টার্ড বিমানে করে বুধবার বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফিফা বিশ্বকাপের এ ট্রফি।

ট্রফির সঙ্গে ঢাকা এসেছে ফিফার ৭ সদস্যের একটি প্রতিনিধিদল। সে দলটিতে আছেন ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফুটবল তারকা ক্রিস্টিয়ান কারেম্বেউ।

বিমানবন্দরে ট্রফিটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং কোকাকোলার কর্মকর্তারা।

১১ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে ট্রফিটি নেওয়া হবে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে।