বিএমপি সদর দপ্তরের ল্যাব রুমে বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী ‘ফায়ার আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ছবি: বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদর দপ্তরের ল্যাব রুমে বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী ‘ফায়ার আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার শুরু হয়েছে। চলবে ২১ অক্টোবর শুক্রবার পর্যন্ত।

মঙ্গলবার বেলা ১১টায় শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএমপি সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার, (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মাে. ফারুক হােসেন প্রমুখ।