জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বিষয়ে পুলিশের নারী সদস্যদের অনলাইন মোটিভেশনাল সেশন ওয়েবিনার।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) ও পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স ডেস্কের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বিষয়ে অনলাইন মোটিভেশনাল সেশন ওয়েবিনার।

এতে সভাপতিত্ব করেন বিপিডব্লিউএনের সভাপতি আমেনা বেগম বিপিএম, ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) এসবি।

ওয়েবিনারে বাংলাদেশ পুলিশের ৩০০টি ইউনিটের প্রায় ২০০০ নারী পুলিশ সদস্য (বিভিন্ন র‌্যাংকের) অংশগ্রহণ করেন। এ ছাড়া বর্তমান জাতিসংঘ মিশনে কর্মরত এফপিইউ, আইপিওর নারী সদস্যরাও অংশগ্রহণ করেন।

মিশন সম্পন্নকারী নারী কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতার আলোকে জাতিসংঘ মিশনে আগ্রহ ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধমূলক আলোচনা করেন।

এআইজি (ইউএন অ্যাফেয়ার্স) নাসিয়ান ওয়াজেদ বিপিএম জাতিসংঘ মিশনে অংশগ্রহণের যোগ্যতা, প্রস্তুতিবিষয়ক বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

বিপিডব্লিউএন সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে নারী পুলিশদের পেশাদারত্বের সঙ্গে জাতিসংঘ মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ইমেজ বৃদ্ধিসহ নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। ভবিষ্যতে নারী শান্তিরক্ষীগণ আরও সুনাম বয়ে আনবেন এ প্রত্যয় ব্যক্ত করেন।

পরে প্রশ্নোত্তরের মাধ্যমে অংশগ্রহণমূলকভাবে ওয়েবসাইটে সফলভাবে ওয়েবিনার শেষ হয়।