ফরিদপুরে ডাকাতি মামলায় গ্রেপ্তার ছয় আসামি ও তাঁদের নিয়ে প্রেস ব্রিফিং। কোলাজ: পুলিশ নিউজ

ফরিদপুরের সালথা থানার ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি ছয় আসামিকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

ব্রিফিংয়ে জানানো হয়, সালথা থানায় গত বছরের ১৯ ডিসেম্বর হওয়া ডাকাতির মামলার পরিপ্রেক্ষিতে লুণ্ঠিত এক জোড়া স্বর্ণের কানের দুল ও ৬০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি টিন কাটার, একটি চাপাতি, একটি রামদা, একটি ছুরি ও একটি শাবল উদ্ধার করা হয়।

এতে আরও জানানো হয়, মামলার এজাহারভুক্ত ১৮ থেকে ১৯ আসামির মধ্যে তদন্তে প্রাপ্ত বাবলু শেখ ওরফে বাবুল (৩৫), ইয়াদ আলী (৪৬), মিজানুর মাতুব্বর (৫০), শাকিবুল শেখ (২০), নাঈম মাতুব্বর (২০) ও সাইফুল মাতুব্বরকে (২২) ১৬ জানুয়ারি গভীর রাতে গ্রেপ্তার করা হয়।