প্রশংসনীয় কাজের স্বীকৃতি পেয়েছে নোয়াখালী জেলা পুলিশ। ছবি: পুলিশ নিউজ

চলতি বছরের সেপ্টেম্বর মাসের সার্বিক কার্যক্রম বিবেচনা করে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম নোয়াখালী জেলা পুলিশকে ৯টি পুরস্কারে ভূষিত করেছেন।

পুরস্কারের বিষয়বস্তু

১. সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে মুক্তিপণ আদায়কারী তিন অপহরণকারী আসামি গ্রেপ্তার।

২. বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামি গ্রেপ্তার।

৩. জেলা ডিবির বিশেষ অভিযানে বেগমগঞ্জ থানাধীন এলাকা থেকে তিনটি সচল ওয়ান শুটার গান উদ্ধার এবং দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার।

৪. বেগমগঞ্জ থানা পুলিশের অভিযানে অস্ত্র-গুলি উদ্বার ও দুই আসামি গ্রেপ্তার।

৫. নোয়াখালী জেলার সুধারাম থানাধীন অটোরিকশা চালকের গলায় ধারালো ছুরি দিয়ে গুরুতর জখম করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তার।

৬. নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিডি সফটেক্সের চেয়ারম্যান এবং বেসিক ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাৎকারী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

৭. সুধারাম থানার চাঞ্চল্যকর কিশোর রিয়াজ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ও অটোরিকশা উদ্ধার।

৮. সুধারাম থানায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং বিদেশি পিস্তল উদ্ধার।

৯. সুধারাম থানাধীন ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং পাঁচন ডাকাত গ্রেপ্তার।

ইতোপূর্বেও আইজিপি ভালো কাজের জন্য নোয়াখালী জেলা পুলিশকে পুরস্কারে ভূষিত করেছেন। এর ধারাবাহিকতায় নোয়াখালী জেলা পুলিশ আবারও নয়টি বিশেষ ঘটনায় এ পুরস্কার অর্জন করল।