ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উদ্যোগে জনসচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত। ছবি : বাংলাদেশ পুলিশ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উদ্যোগে সায়েদাবাদ বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে জনসচেতনতামূলক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। খবর ডিএমপি নিউজের।

শনিবার (৬ এপ্রিল) ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের সঙ্গে সায়েদাবাদ বাস টার্মিনালের বাস মালিক শ্রমিক সমিতির নেতা-কর্মীদের মাঝে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় কিট কাউন্টার, ভাড়া চার্ট পরিদর্শন ও যাত্রীদের সচেতনতামূলক পরামর্শ প্রদান করার বিষয়ে আলোচনা করা হয়। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও সহজ করতে নানাবিধ গঠনমূলক আলোচনা করা হয়। তা ছাড়া সড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে বিভিন্ন বাসমালিকের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও চালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের অনুরোধ করা হয়।

এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।