ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানার সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে । এ সময় তাঁদের কাছ থেকে একটি অ্যান্টিকাটার ও লুট করা ২ হাজার টাকা জব্দ করা হয়।

ডিএমপি জানায়, গত ১৪ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন শাকিল ও রাজু। অন্য তিন জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ, পিপিএম বলেন, একটি কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করেন ভুক্তভোগী কবির। গত ১৩ এপ্রিল অফিসের কাজ শেষ করে সহকর্মীদের সঙ্গে চকবাজার এলাকা থেকে বাসায় যাচ্ছিলেন। লালবাগ থানাধীন আজিমপুর এতিমখানা এলাকায় আসার পর দেশীয় অস্ত্রসহ তাঁদের ঘেরাও করে দুর্বৃত্তরা। এ সময় সহকর্মীরা পালিয়ে গেলে ভুক্তভোগীকে আটকে মারধর করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে ১০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ধারালো চাকু দিয়ে ভুক্তভোগীকে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেন।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেভ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।