খেলা চলাকালীন একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত

পেসার মারুফা আকতার ও স্পিনার রাবেয়া খানের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রোববার (১৬ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।

৪৩ ওভারে ১৫২ রান করে অলআউট হয় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩৯ রান করেন। ভারতের পক্ষে আমানজত কর চারটি উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শেষ পর্যন্ত ১১৩ রানে অলআউট হয় ভারত। বাংলাদেশের পক্ষে মারুফা চারটি ও রাবেয়া তিনটি উইকেট নেন।

ঐতিহাসিক এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানার দল। ১৯ জুলাই মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।