চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি ‘নির্লজ্জভাবে’ তাইওয়ান অঞ্চলে সফর করেছেন বলে মন্তব্য করেছেন চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি বলেছেন, এই পদক্ষেপ গুরুতরভাবে ‘এক-চীন’ নীতি লঙ্ঘন করে। এটি স্পষ্টতই রাজনৈতিক উসকানি, যা চীনা জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক বিরোধিতার জন্ম দিয়েছে। খবর বাসসের।

ওয়াং ই বলেন, এটি আবারও প্রমাণ করে যে, কিছু মার্কিন রাজনীতিক চীন-মার্কিন সম্পর্কের ‘সমস্যা সৃষ্টিকারী’ হয়ে উঠেছেন; তাইওয়ান প্রণালিজুড়ে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ‘সবচেয়ে বড় শান্তি বিনষ্টকারী’ হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘চীনের পুনর্মিলনে যুক্তরাষ্ট্রের বাধা দেওয়ার স্বপ্ন দেখা উচিত নয়। তাইওয়ান চীনের একটি অংশ। চীনের সম্পূর্ণ পুনর্মিলন সময়ের ব্যাপার এবং এটিই ইতিহাসের অনিবার্যতা। আমরা তাইওয়ানের স্বাধীনতা বাহিনীকে এবং সেখানে বহিরাগতদের হস্তক্ষেপের সুযোগ দেব না।’