মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মাঠে ‘বেহুলা লখিন্দর’ যাত্রাপালা মঞ্চস্থ হয়েছে। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ সদস্যদের মানসিকভাবে উদ্বুদ্ধ করতে এবং নতুন প্রজন্মকে পুরোনো সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) মাঠে ‘বেহুলা লখিন্দর’ যাত্রাপালা মঞ্চস্থ হয়েছে। খবর ডিএমপি নিউজের।

শনিবার (২৫ মে) সন্ধ্যায় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী যাত্রা দল সৌখিন নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘বেহুলা লখিন্দর’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোর্সকে উদ্বুদ্ধ করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান (বিপিএম-বার, পিপিএম-বার)।

শুভেচ্ছা বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘বেহুলা লখিন্দর যাত্রাপালাটি অনেকের কাছে নতুন মনে হবে, বিশেষ করে এ প্রজন্মের কাছে। আমরা যদি বাংলা সংস্কৃতিতে ফিরে তাকাই, তাহলে দেখব, বাংলাদেশে যাত্রাশিল্প, কবিগান, পালাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের সংস্কৃতির রয়েছে হাজার বছরের ঐতিহ্য। ইদানীং মোবাইল ফোনের প্রভাবে আমাদের নতুন প্রজন্ম এই সাংস্কৃতিক ঐতিহ্য অনেকটাই ভুলতে বসেছে। আমি মনে করি, প্রত্যেকটা জাতির নিজস্ব ভাষা, নিজস্ব ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতি লালন করা উচিত। এটিও মনে করি যে, এ ক্ষেত্রে অন্যান্য সংগঠনের চেয়ে বাংলাদেশ পুলিশ এগিয়ে রয়েছে।’

বেহুলা লখিন্দর যাত্রাপালার একটি দৃশ্য। ছবি: বাংলাদেশ পুলিশ

তিনি আরও বলেন, ‘আমরা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। কিন্তু সেখানে হাল জামানার গান পরিবেশন করা হয়। এর পাশাপাশি ঐতিহ্যবাহী সংস্কৃতিচর্চাও করা উচিত। আজ আপনারা যে যাত্রাপালা দেখবেন, সেটি ১৩ শতক থেকে ১৮ শতক পর্যন্ত সময়ের কাহিনি নিয়ে রচিত বিখ্যাত যাত্রাপালা হিসেবে পরিচিত ছিল। এখনো গ্রামে কোথাও কোথাও এই যাত্রাপালা মঞ্চায়িত হয়ে থাকে। বাঙালি সংস্কৃতির প্রাচীন দিকটি এখানে উপস্থাপন করা হয়েছে। এটি একটি বিখ্যাত যাত্রাপালা।’

ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) আয়োজনে যাত্রাপালাটি মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন পিওএমের যুগ্ম পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ (বিপিএম, পিপিএম)।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।